জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সোয়া ৯টায় জানাজা পড়ান আল্লামা কাসেমীর ছোট ছেলে মুফতি জাবের কাসেমী। বরেণ্য এই আলেমের জানাজায় হাজার হাজার মুসল্লির ঢল নামে।
জানাজার পর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় আল্লামা কাসেমী প্রতিষ্ঠিত জামিয়া সুবহানিয়া মাহমুদনগরের মাদ্রাসায়। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
রবিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আল্লামা কাসেমী। নূর হোসাইন কাসেমী হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির ঢাকা মহানগর সভাপতির দায়িত্ব পালন করছিলেন। সংগঠনের আমির আল্লামা আহমদ শফির মৃত্যুর পর গত ১৫ নভেম্বর নতুন করে কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে আল্লামা জুনাইদ বাবুনগরীকে আমির ও নূর হোসাইন কাসেমীকে মহাসচিব নির্বাচিত করা হয়।