নিজস্ব প্রতিবেদক:
কোরআনের সুরে প্রকম্পিত হবে উখিয়া উপজেলা। সুস্থ সংস্কৃতির বিকাশে ও মানুষকে অপসংস্কৃতি থেকে বের আসার আহবানে, কক্সবাজারের উখিয়ায় ‘জাতীয় ক্বেরাত সম্মেলন সংস্থা’ উখিয়া উপজেলা শাখার উদ্যোগে ৩য় বারের মত আয়োজন করতে যাচ্ছে জাতীয় ক্বেরাত সম্মেলন।
আগামী ২২ জানুয়ারি (শুক্রবার) বিকাল ৩ ঘটিকা থেকে ক্বেরাত সম্মেলনের কার্যক্রম শুরু হবে।
উখিয়া উপজেলার অন্তর্গত কোট বাজারের দক্ষিণ স্টেশন চত্বরে এ ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার, নিজাম উদ্দিন আহমেদ।
অনুষ্টানটি উদ্বোধন করবেন, ৪ নং রাজা পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
অনুষ্টানে প্রধান ক্বারী হিসেবে থাকবেন, সর্বোচ্চ সনদ প্রাপ্ত বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্বারী, বাংলাদেশের শাইখুল কুররা তথা প্রধান ক্বারী, শাইখ আহমদ বিন ইউসুফ আল-আযহারী।
প্রধান শিল্পী হিসেবে থাকবেন, ইসলামী সুরের সম্রাট, শিল্পী মশিউর রহমান।
প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন, বিশ্বজয়ী হাফেজ ক্বারী মোহাম্মদ যাকারিয়া ও ক্বারী আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ ক্বারী হিসেবে থাকবেন,ভারতের অন্যতম ক্বারী মানজুর আহমদ, শ্রীলঙ্কা অন্যতম ক্বারী ইউসুফ জামিল ও শিশু ক্বারী লাবিদ সহ অসংখ্য ক্বারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন, সাবেক উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান, সরওয়ার জাহান চৌধুরী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী।
এছাড়া উপস্থিত থাকবেন, জালিয়া পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নরুল আমিন চৌধুরী, রত্না পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহ আলম ও পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফুর উদ্দিন।
অনুষ্টানে বিশেষ শিল্পী হিসেবে, কবি রিয়াদ হায়দার, আনোয়ার হোসাইন, রিদুয়ানুল করিম ও তারেকুর রহমান উপস্থিত থাকবেন।
এ ব্যাপারে আয়োজক কমিটির উপদেষ্টা নুরুল হুদার সাথে যোগাযোগ করা হলে, আমন্ত্রিত সকল অতিথি, ক্বারী ও শিল্পীবৃন্দ উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বলে জানান।
অনুষ্ঠান পরিচালনায় থাকবেন, মাওলানা আব্দুল করিম,
সিনিয়, শিক্ষক, টাই পালং হামেদিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা।