প্রেস বিজ্ঞপ্তিঃ তাঁত শিল্পের ব্যবহার, তাঁত শিল্প সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে নিম্ন আয়ের জনগোষ্ঠীকে সাবলম্বী করার প্রয়াসে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার স্বার্থে জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে সংগঠনকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রাজাপালং ও হলদিয়া পালং ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে উখিয়া উপজেলা তাঁতীলীগের আহবায়ক নুরুল আলম ও সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন।
উক্ত কমিটিতে রাজাপালং ইউনিয়নে রিদুয়ানুল হক ময়নাকে আহবায়ক ও ফরিদ আলম, মোঃ ইসলাম, আপেল বড়ুয়া, কামাল উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক ও তৌহিদুর রহমান আরমানকে সদস্য সচিব এবং নুরে রাব্বি, মজিদ আহমেদ জয়, আব্দুর রহমান জয়, রফিক, মোজাম্মেল, মোঃ আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম ও জাহাঙ্গীর আলম, মোঃ সেলিম, ফরিদ আলম, হোছল আলী, মোহাম্মদ ফয়সাল, জাহাঙ্গীর আলম ও মোঃ রুবেলকে সদস্য করে ০৮, ০১,২০২১ ইং তারিখ শুক্রবার ২১ সদস্য বিশিষ্ট এক আহবায়ক কমিটি অনুমোদন দেয়, উক্ত কমিটিকে আগামী ১ মাসের মধ্যে ওয়ার্ড ও ইউনিয়নের সম্মেলন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। এবং হলদিয়া পালং ইউনিয়নে আনোয়ারুল ইসলাম টিপুকে আহবায়ক ও বিকাশ বড়ুয়া রাজু, মোঃ সালাউদ্দিন কাদের, সাইফুল্লাহ খালেদ, নুরুল আবছারকে যুগ্ম আহ্বায়ক এবং শাহ আরাফাত সিজানকে সদস্য সচিব ও মাহবুবুল আলম, মিজানুর রহমান, রেজাউল করিম, নুরুল আমিন, মোঃ মামুন, শেখ সোহেল, মোঃ রেজাউল করিম মানিক, নয়ন বড়ুয়া ও আরিফুল ইসলামকে সদস্য করে একই তারিখ ১৫ সদস্য বিশিষ্ট এক আহবায়ক কমিটি অনুমোদন দেয়, উক্ত কমিটিকে আগামী ২ মাসের মধ্যে ওয়ার্ড ও ইউনিয়নের সম্মেলন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। উক্ত ২ ইউনিট রাজাপালং ও হলদিয়া পালং ইউনিয়নের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়ার সময় উপস্থিত ছিলেন জেলা তাঁতীলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন মাহমুদ।