নিজস্ব প্রতিবেদকঃ
উখিয়ার ব্যস্ততম স্টেশন কোটবাজার থেকে ৯জুয়াড়িকে আটক করেছে পুলিশ। তাদের সাথে থাকা সরঞ্জাম ও নগদ ৫০,৯০০ টাকা উদ্ধার হয়।
আটকৃতরা হলেন, মনির মার্কেট এলাকার জসিম উদ্দিন, কুলালপাড়ার শামশুল আলম, চৌধুরীপাড়ার জলিল চৌধুরী, বাবুল সওদাগর, বেলাল সওদাগর, কোটবাজার চৌধুরী মার্কেটের কেয়ারটেকার খুরশেদ আলম, সাবেক মেম্বার দীপক বড়ুয়া দীপু, জালিয়াপালংয়ের জাহাঙ্গীর আলম ড্রাইভার
উল্লেখ্য, ১১ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে কোটবাজারের পানবাজার নুরু মিয়ার কটেজ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ তাদের আটক করা হয়।
এ ব্যপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ সন্জুর মোর্শেদ জানান, জুয়া নির্মুলে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।