উখিয়া প্রেস ডেস্কঃ
তিনি জানান, সোমবার তার নেতৃত্বে কোস্টগার্ড সদস্যদের নিয়ে বাহারছড়া উপকূলের শামলাপুর মৎস্য ঘাটসহ বিভিন্ন ঘাটে অভিযান পরিচালনা করে সাড়ে ৭ মণ নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।
তিনি আরে জানান, ইলিশের বংশবৃদ্ধি ও সংরক্ষণের জন্য জাটকা ধরা নিষিদ্ধ এবং এসব বাজারে জাটকা বিক্রিও যেন না হয়, এজন্য যারা ক্রয় করবে এবং শিকার করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের অভিযান আগামী জুন মাস পর্যন্ত অব্যাহত থাকবে তাই সবার উচিত জাটকা ইলিশ ধরা থেকে বিরত থাকা।