রহমত উল্লাহ টেকনাফঃ
কক্সবাজারের টেকনাফে সাগরপথে পাচারকালে ইয়াবার চালানসহএকটি কাঠের নৌকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা। এসময় নৌকা থেকে ৩ লাখ ২২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার এম হামিদুল ইসলাম জানান, ‘বুধবার ভোরে সমুদ্রপথে মিায়ানমার থেকে সরাসরি সমুদ্রপথে ইয়াবা পাচার হওয়ার খবরে টেকনাফ স্টেশনের কোস্ট গার্ডের একটি দল সাবরাংয়ের জিরো পয়েন্ট এলাকা সংলগ্ন সমুদ্রে অভিযান পরিচালনা করে। এসময় একটি কাঠের নৌকা সমুদ্র তীরে ভিড়িয়ে পালিয়ে যায় পাচারকাররিরা। পরে নৌকায় তল্লাশী করে ৩ লাখ ২২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। জব্দকৃত ইয়াবাসহ কাঠের নৌকার জব্দের ঘটনায় আইনি ব্যবস্থা নিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা জানান, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে, নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।