নিজস্ব প্রতিবেদক:
শুক্রবার (১৯ফেব্রুয়ারি ) “বাজার ঘাটা” ও তার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের মাধ্যমে বিডি ক্লিন-কক্সবাজার টিমের ৫ম ইভেন্ট সম্পন্ন হয়েছে।এতে উপস্থিত ছিলেন বিডি ক্লিন- কক্সবাজার টিমের সাথে মানবিক সংঘটন #জীবনশৈল, কুমিল্লা এবং #বিডি_ক্লিন_বরুড়া , কুমিল্লা ‘র সদস্যরা।
দেশটা আমাদের, পরিষ্কার রাখার দায়িত্বও আমাদের। তাই এখনই পরিহার করুন যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার বদঅভ্যেস। তারুণ্য জেগেছে ময়লা তুলছে, নিশ্চয়ই আমার দেশ হবে পরিষ্কার। আমরা পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন দেখি। আমরা এটাই আশা করি, একদিন বাংলাদেশ পরিচ্ছন্ন হবে। সেদিন সবাই মাথা উঁচিয়ে বলতে পারবো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশের গর্বিত নাগরিক।
২০২১ সালের মধ্যে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন এর লক্ষ নিয়ে সর্বত্র পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিচ্ছে বিডি ক্লিন। পাশাপাশি সকল বিডি ক্লিন টিম একতাবদ্ধ হয়ে প্রাণের দেশকে বিশ্ব মানচিত্রে পরিচ্ছন্নতার তালিকায় শীর্ষে নিয়ে যাবে।
বিডি ক্লিন-কক্সবাজার টিমের সদস্যারা সুশৃঙ্খল ভাবে কাজে অপরিচ্ছন্ন স্থান পরিচ্ছন্নতায় রূপ দিয়েছে। পরিচ্ছন্ন অভিযানের পাশাপাশি তারা স্থানীয়দের মাঝে সচেতনতার বার্তা ছড়িয়ে দিয়েছেন। যাতে যত্রতত্র স্থানে ময়লা আবর্জনা না ফেলে এবং নিদিষ্ট স্থানে ময়লা ফেলে।
জয়েন: বিডি ক্লিন-কক্সবাজার
#BD_Clean #বিডি_ক্লিন
#BD_Clean_Coxsbqzar
#বিডি_ক্লিন_কক্সবাজার
#Dream_to_Clean_Bangladesh
#পরিচ্ছন্ন_বাংলাদেশের_স্বপ্ন
#Let_Cleanliness_Start_from_Me
#পরিচ্ছন্নতা_শুরু_হোক_আমার_থেকে
#Awareness
#Cleanliness