প্রেস বিজ্ঞপ্তি:
পালংখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুল বশর হাবিব আর নেই।
বুধবার (২ ডিসেম্বর) সকাল ৭টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন কক্সবাজার জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি শাহ্জাহান চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী।
শোক প্রকাশ করেছেন উখিয়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দরা।
পালংখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউল করিম রিয়াদ জানান, বিকাল ৫টায় পালংখালী আনজুমান পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।