ভাসানচরকে ‘অনুকূল এবং নিরাপদ’ হিসেবে অভিহিত করে কক্সবাজার থেকে কিছু সংখ্যক রোহিঙ্গাকে সেখানে স্থানান্তরিত করার বিষয়ে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের প্রশংসা করেছে ওমান।
ওমান দূতাবাসের মিশন প্রধান তাইবসেলিম আবদুল্লাহ আল আলাউই সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেনের সাথে তার সরকারি বাসভবনে বিদায়ী সাক্ষাৎ করতে গিয়ে এ কথা জানান।
তিনি কক্সবাজারে ১৬ হাজার অস্থায়ী ঘর নির্মাণ কাজ তদারকির জন্য সেখানে বেশ কয়েকবার সফরের কথা উল্লেখ করেন।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ কূটনীতিক মনে করছেন যে ভাসানচরের জীবনযাত্রা বাংলাদেশের গ্রামীণ অনেক অঞ্চলের চেয়েও আপাতদৃষ্টিতে উন্নত হবে।
জীববৈচিত্রের ক্ষতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ বিভিন্ন প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও কক্সবাজারে ১১ লাখের বেশি নির্যাতিত রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেন ওমানের মিশন প্রধান।
তিনি জানান, ওমান পরস্পরের সুবিধাজনক সময়ে চুক্তিটি সই করার জন্য নিজেদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার-সেক্রেটারিকে দায়িত্ব দিয়েছে।
ড. মোমেন প্রায় ৭ লাখ প্রবাসী বাংলাদেশী কর্মীর প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য ওমান সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ এবং মহামারী চলাকালীন প্রবাসী কর্মীদের কাজের সুরক্ষা নিশ্চিত করাতে ওমান সরকারের পদক্ষেপের প্রশংসা করেন।
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে ওমানের সহায়তারও গভীর প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী।