এম ফেরদৌস উখিয়া,
উখিয়া থাইংখালী চাকরির অগ্রাধিকারসহ নানা দাবিতে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত কয়েকটি এনজিওর বিরুদ্ধে সড়ক অবরোধ ও মানববন্ধনে নেমেছেন স্থানীয়রা।
সোমবার ( ২৭ ডিসেম্বর) সকাল সাতটা থেকে কাফনের কাপড় পরে টেকনাফ সড়কের উখিয়ার থাইংখালী এলাকায় অবস্থান নেয় স্থানীয় লোকজন।
এ সময় তারা প্রতিটি গাড়ি তল্লাশি করে এনজিও কর্মীদের ক্যাম্পে ঢুকতে বাধা দেয়। তাদের দাবি, এমএসএফ’সহ কয়েকটি এনজিও সংস্থা স্থানীয়দের বাদ দিয়ে রোহিঙ্গাদের নিয়োগ দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,বিষয়টি মীমাংসা করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বৈঠক হওয়ার কথা হলে স্থানীয়রা এ সড়ক অবরোধ বন্ধ করেন এবং সামাধাণের জন্য ইউএনও অফিস বরাবর যাওয়া হচ্ছে।
উল্লেখ্য,, গত চার/পাঁচ মাস ধরে স্থানীয়রা বিষয়টি শরণার্থী কমিশনার কার্যালয়, বিভিন্ন এনজিও সংস্থা ও স্থানীয় প্রশাসনের কাছে জানিয়ে আবেদন জানিয়েছিল।এসময় তাদের চাকরিসহ নানা অধিকার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও প্রশাসনসহ এনজিও সংস্থাগুলো দাবি বাস্তবায়ন না করায় আন্দোলনে নামার কথা জানান বিক্ষোভকারীরা।