রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট ও এর চারপাশে মূল নকশার বাইরের সব ধরনের অবৈধ স্থাপনা এবং দোকান অপসারণে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টায় অভিযান চালাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
ডিএসসিসি’র জনসংযোগ কর্মকর্তা আবু নাছের মুঠোফোনে জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
ডিএসসিসির সম্পত্তি বিভাগ সূত্র জানায়, সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে ৬৮৯টি অবৈধ দোকান রয়েছে। এসব দোকান মার্কেটের সিঁড়ি, হাঁটাচলার পথ, লিফট এবং টয়লেটের জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে।
এদিকে ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এ নকশাবহির্ভূত দোকান অপসারণে সপ্তম দিনের মতো অভিযান চালাবে ডিএসসিসি। এই মার্কেটে অবৈধ দোকান রয়েছে ৯১১টি। ইতিমধ্যে দুই-তৃতীয়াংশ দোকান উচ্ছেদ করা হয়েছে।