সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজারে জেলা প্রশাসকের উদ্যোগে শহরের সুবিধা বঞ্চিত প্রায় ৫’শ শিতার্ত শিশুর মাঝে কম্বল, শীতবস্ত্র, টুথব্রাশ, টুথপেস্ট, সাবান, ভ্যাসলিনসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও খাবার বিতরণ করা হয়। শহরের সুবিধা বঞ্জিত শিশুদের কল্যাণমূলক সংগঠন ‘নতুন জীবন’ ও স্বপ্নজাল সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে সার্কেট হাউস সড়কস্থ জেলা প্রশাসকের বিশেষ শিশুদের প্রতিষ্ঠান ‘অরুণোদয়’ স্কুলের সবুজ মাঠে আনুষ্ঠানিকভাবে এসব উপহার সামগ্রী ও খাবার বিতরণ করা হয়।
উপহার নিতে আসা শিশুদের আনন্দ অনুষ্ঠান শেষে শিশুদের উদ্দেশ্যে বক্তব্যে জেলা প্রশাসক মো: কামাল হোসেন জানান,
আজকের শিশুরাই আগামী দিনে উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্নের কারিগর। সকল শিশুর শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সমাজের সকল সামর্থ্যবানদের এগিয়ে আসার আহবান জানাই।
সূত্রঃCBN