মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে র্যাব (র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন) এর ঘোষিত ‘র্যাব সেবা সপ্তাহ-২০২১’ এ কক্সবাজারস্থ র্যাব-১৫ এর সদরদপ্তরে র্যাব সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেছে। বুধবার ৬ জানুয়ারী সকালে এ রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন র্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম উদ্দিন আহমেদ।
এছাড়াও ‘র্যাব সেবা সপ্তাহ-২০২১’ উপলক্ষে একইদিন র্যাব-১৫ এর সদর দপ্তর সহ সকল ক্যাম্পে দেড় হাজারেরও বেশি বৃক্ষ রোপন করা হয়।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।